নিজস্ব প্রতিনিধি, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় শিশু দিবসে প্রায় ৪’শ এতিম শিশু ও অসহায় নারীদের মাঝে বিনা মূল্য চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠান ক্যাম্পাসে আয়োজন সম্পর্ণ করা হয়। সকাল ১০টায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে শিক্ষার্থীদের সহযোগিতায় ঢাকা শিশু হাসপাতাল থেকে আগত শিশু ও নারী বিশেষজ্ঞ ডা. মোঃ ফরিদুল ইসলাম, ডা. জেরিন সুলতানা জেসি, ডা. এনএএম নাহিদুজ্জামান, ডা. শাহিন ও ডা. আলমগীর হোসাইন এতিম ও এলাকার নীরিহ প্রায় ৪’শ শিশু-নারীকে বিনামূল্যে চিকিৎসার পাশাপাশি ওষুধ বিতরণ করা হয়।
বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রফেসর কাজী ফারুকী কল্যান ট্রাস্টের সহ-সভাপতি ডা.কাজী মো. নূর-উল ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঢাকা নায়েমের বিশেষজ্ঞ প্রশিক্ষক শেখ মোহাম্মদ আলী, প্রতিষ্ঠান অধ্যক্ষ মো. নুরুল আমিন ও পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান প্রমুখ ।
0Share