নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও বঙ্গবন্ধুর জীবনী এবং আদর্শ সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। তাহলে খুব শীঘ্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবরূপ লাভ করবে।
শনিবার দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের রেডিয়ান্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সামছুদ্দিন সাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম বেল্লাল হোসেন, মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো. মাসুদ, বিদ্যালয়ের সহ-সভাপতি খোরশেদ আলম, আব্বাস উদ্দিন, কুদ্দুস পাটোয়ারী, শেখ রাসেল প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও বিভিন্ন শ্রেণীর শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
0Share