নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে পুত্র, পুত্র বধু ও নাতির নির্যাতনের স্বীকার হয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটানোর পর বর্তমানে মেয়র এর কাছে বিচার প্রার্থী হয়ে অভিযোগ দিয়েছেন বৃদ্ধা আমিনুর নেছা (৯৬)। এদিকে বয়বৃদ্ধ আমিনুর নেছার অভিযোগের পর জন্ম দাতা প্রভাবশালী সন্তানেরা মা এর দায়িত্ব নিতে অনিহা প্রকাশ করায় পরবর্তীতে এ বৃদ্ধ মায়ের দায়িত্ব নিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব এম এ তাহের। এছাড়া প্রতি মাসে ৫ হাজার টাকা করে মেয়রের পক্ষ থেকে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন পৌর মেয়র।
লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ড মোল্লা বাড়ীতে এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ড মোল্লা বাড়ীতে মৃত আনোয়ারুল হক স্ত্রী আমিনুর নেছা (৯৬) তার পুত্র সিরাজ মোল্লার বাসায় বসবাস করছিল। কিন্তু আমিনুর নেছা বয়বৃদ্ধ হওয়ার কারণে তার ৭ পুত্রের কেউ তাকে ভরণ পোষণের দায়িত্ব নিতে নারাজ। পরে মেয়ে মরিয়ম বেগম বৃদ্ধ মাকে তার কাছে রাখার দায়িত্ব নেন।
কিছুদিন আগে বৃদ্ধা তার বড় পুত্র সিরাজ মোল্লার বাসায় গেলে পুত্র, পুত্রবধু ও নাতীসহ বৃদ্ধা উপর হামলা চালায়। পরে খবর পেয়ে মেয়ে মরিয়ম মাকে উদ্ধার করে নিয়ে আসে। পরে বৃদ্ধা লক্ষ্মীপুর পৌরসভার মেয়রের বরাবর একটি অভিযোগ দায়ের করে। বর্তমানে এ বৃদ্ধা মেয়ের সাথে বসবাস করছেন। এদিকে পৌরসভার মেয়র আলহাজ্ব এম এ তাহের বৃদ্ধার প্রভাবশালী পুত্ররা মায়ের দায়িত্ব না নিলে তার চিকিৎসা এবং দেখভালের দায়িত্ব নিয়েছেন। এছাড়া প্রতিমাসে মেয়র ৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।
0Share