নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ২০টি মাধ্যমিক স্কুল, কলেজ এবং মাদরাসায় ২০ হাজার ৩শ ৬০টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। বুধবার (৪ এপ্রিল) সকালে উপজেলার উপকূল কলেজ মাঠে এ বিপুল পরিমাণ যন্ত্রপাতি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ হোসেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী বিদ্যালয় পরিদর্শক মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ, মোঃ মিজানুর রহমান মানিক, নুরুল আলম, মোঃ নুরুল আমিনসহ উপজেলার অন্যান্য প্রতিষ্ঠান প্রধানগণ।
জানা যায়, শিক্ষা মন্ত্রনালয়ের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট (সেসিপ) দেশ ব্যাপী বিজ্ঞান শিক্ষার মান উন্নয়নে এ সকল যন্ত্রপাতি প্রদান করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ১১৭ রকমের ১ হাজার ১৮টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি পায়। যন্ত্রপাতি গুলোর মধ্যে রয়েছে রসায়ন বিজ্ঞানের ৮শ ১৪টি, পদার্থ বিজ্ঞানের ১২৬টি, জীব বিজ্ঞানের ৬৮টি এবং গনিতের ১০টি।
0Share