সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের বর্ষসেরা কবি পুরস্কার পেলেন আরাফাত বিন তাহির

লক্ষ্মীপুরের বর্ষসেরা কবি পুরস্কার পেলেন আরাফাত বিন তাহির

লক্ষ্মীপুরের বর্ষসেরা কবি পুরস্কার পেলেন আরাফাত বিন তাহির

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের বর্ষসেরা কবি পুরস্কার পেলেন কবি ও বিচারক আরাফাত বিন আবি তাহির। এ সময় জাতীয় কবিতা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি কবি এস এম জাহাঙ্গীর ও প্রগতি লেখক সংঘ লক্ষ্মীপুর জেলা শাখা সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লাকে ও বর্ষসেরা কবি পুরস্কার প্রদান করা হয়। শুক্রবার (৬ এপ্রিল)  বিকেলে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাহিত্য উৎসবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। সাহিত্য সংসদের সভাপতি ডা. মোঃ সালাহ্উদ্দিন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্য সমালোচক ড. আবু হেনা আবদুল আউয়াল। অনুষ্ঠান উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন, বিএমএ জেলা সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন ও কবি খাতুনে জান্নাত। আলোচনায় অংশ নেন বিশিষ্ট কবি মুজতবা আল মামুন, জাতীয় রবীন্দ্র সম্মিলন পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তপন, জেলা সাহিত্য সংসদের সিঃ সহ-সভাপতি বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাহাবুবুল বাসার, প্রগতি লেখক সংঘ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, স্বাধীনতা শিক্ষক পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রশিদ চৌধুরী।

কবি আরাফাত বিন আবি তাহিরের কাব্য গ্রন্থ “ মনে মনে হেমন্ত বনে” এ বছরের বই মেলায় বেশ সাড়া জাগায়।

প্রধান অতিথির বক্তব্যে কবি ড. আবু হেনা আবদুল আউয়াল বলেন, নতুন প্রজন্মের কবিদের জাতীয় মানের উত্তরণের সাধনায় ব্যাপক পড়া শোনার মধ্য দিয়ে তাদের লেখনিকে সমৃদ্ধ করতে হবে। সাহিত্য এমন এক শিল্প যা ফুলের মতো নিজ প্রয়োজনে ফোটে। কবিতার ভাব সৌন্দর্য ও রহস্য থেকে পাঠক শিল্পরস আহরণ করেন। কবিতা হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি। লেখক পাঠকের সাহিত্য আড্ডার মাধ্যমে সাহিত্য সমৃদ্ধি ঘটানোর জন্যে তিনি আহ্বান জানান।

উদ্বোধকের বক্তব্যে প্রফেসর মাইন উদ্দিন পাঠান বলেন, একটি জেলায় সাহিত্য সংসদের ১৯ বছর টিকে থাকা অবিস্মরণীয় বিষয়। তিনি বলেন সাহিত্য জীবন বোধকে জাগ্রত করে বলে আমরা রবীন্দ্র, নজরুল, শেক্সপিয়র ও গোর্কিদের কাছে ফিরে যাই। বিশ্বের সহস্রাব্দের সেরা মানুষ বিবেচিত হয় শেক্সপিয়র। রাজনীতিবিদদের সাহিত্য সাংস্কৃতিক সংগঠনকে পৃষ্ঠপোষকতার জন্য তিনি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে এড. নূর উদ্দিন চৌধুরী নয়ন সাহিত্য সংসদের সাংগঠনিক সমৃদ্ধি কামনা করে বলেন, জাতীয় পর্যায়ে স্থান করে নেওয়া কবিরা লক্ষ্মীপুরের গৌরব। তরুণ কবিরা আগামীদিনের জাতীয় ভাবে সুনাম বয়ে আনবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। কবি খাতুনে জান্নাত বলেন, কবি লেখকদের সামাজিক অবস্থান হতাশার জন্ম দেয়। কলেজ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের অধ্যয়ন বৃদ্ধি করতে হবে। কবি মুজতবা আল মামুন বলেন, কবিরা স্বাপ্নিক, স্রষ্টা ও গবেষক।

লক্ষ্মীপুরের ব্যক্তিত্ব আরও সংবাদ

আমেরিকায় জনপ্রিয় হচ্ছে লক্ষ্মীপুরের প্রবাসী মনির দম্পত্তির চাষাবাদ ও কৃষি ট্যুরিজম

বার কাউন্সিলের সনদ পেলেন কর বিষয়ক লেখক সিরাজ উদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

লক্ষ্মীপুরে মোটরসাইকেল চাপায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যা নিহত

ইউএস আর্মি স্পেশালিস্ট পদে নিয়োগ পেলেন বাংলাদেশি যুবক ফরহাদ

৪১তম বিসিএসে ক্যাডার হলেন লক্ষ্মীপুর জেলার ২২ জন

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com