নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কোটা সংস্কার নিয়ে ছাত্রদের গণবিস্ফোরণ শাসক দল ও রাজনীতির জন্য নতুন বার্তা। কোনো দল বা সংগঠন ছাড়াই, প্রথাগত নেতৃত্ব ছাড়াই ছাত্ররা যে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে এ বাস্তব সত্য উপলব্ধি করেই রাজনীতি নির্ধারণ করতে হবে। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জের ইছাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা জেএসডি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, সরকারকে চ্যালেঞ্জ করে ছাত্র বিস্ফোরণ ঘটেছে। এতে ছাত্ররা সফল হয়েছে। তিনি বলেন, দুইদিনের আন্দোলনে ছাত্ররা সরকারকে অসহায় করে দিলো। ছাত্ররা চেয়েছিলো কোটা সংস্কার অথচ সরকার দ্রুত কোটা বাতিল করার ঘোষণা দিয়ে ক্ষমতা রক্ষা করেছে- এ এক অসাধারণ ঘটনা।
তিনি বলেন, দুর্নীতি আর গুম-খুনের বিরুদ্ধে যেকোনো সময় ছাত্র-জনতা মিলে গণঅভ্যুত্থান ঘটাতে পারে। রাজনৈতিক নেতৃত্বের চেয়ে ছাত্ররা আরও বেশি অগ্রগামী তা আবার প্রমাণিত হলো। কোটা সংস্কার প্রশ্নে সরকার চাতুরতার আশ্রয় নিলে মেনে নেয়া হবে না। জেএসডি নেতা মো. ইব্রাহিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেএসডির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এম এ গোফরান, সহ-সভাপতি মিসেস তানিয়া রব, আবদুল জলিল, অধ্যক্ষ মনছুরুল হক ও অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।
0Share