নিজস্ব প্রতিনিধি: স্কুল বোর্ডের অধীন সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় লক্ষ্মীপুর জেলায় এ বছর ৪শ ২৪ জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে। রবিবার (৬এপ্রিল) দুপরে ঘোষিত ফলাফলের পর কুমিল্লা এবং মাদরাসা শিক্ষাবোর্ডের সূত্রে এ তথ্যগুলো নিশ্চিত হওয়া গেছে। শিক্ষাবোর্ডেদ্বয়ের সুত্রে জানা যায় লক্ষ্মীপুর জেলায় এসএসসিতে জিপিএ-ফাইভ অর্জন করে ৩শ ২ এবং দাখিলে জিপিএ-ফাইভ ১শ ১৭ জন। এসএসসিতে জিপিএ-ফাইভ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে কমলনগর উপজেলায় ১৮জন, রায়পুরে ৩৯, রামগঞ্জে ৪৫, রামগতিতে ১১ এবং লক্ষ্মীপুর সদর উপজেলায় ১শ ৮৯ জন।
অন্যদিকে দাখিল পরীক্ষায় কমলনগর উপজেলায় কোন জিপিএ-ফাইভ নেই, রায়পুরে ১১, রামগঞ্জে ২, রামগতিতে ২ এবং লক্ষ্মীপুর সদর উপজেলায় ১শ ২ জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ অর্জন করে।
উপজেলা ভিত্তিক বিস্তারিত ফলাফল জানতে ক্লিক এখানে ক্লিক করুন
0Share