নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালের জনসভার মঞ্চের একাংশ অতিরিক্ত অতিথির চাপে ভেঙ্গে পড়েছে। শনিবার (১২ মে) সকালে সদর উপজেলার দিঘলী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যেগে আয়োজিত জনসভায় এ ঘটনা ঘটে। তবে মন্ত্রী মঞ্চের যে অংশে ছিলেন তা অক্ষুন্ন ছিল। এ ঘটনায় কেউ আহত হননি।
সকালে পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী বেলা ১২টার দিকে অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হোন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাজান কামাল। এসময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দিয়ে মন্ত্রীকে বরণ করে নেন। পরে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানানোর সময়ই হঠাৎ ভেঙ্গে পড়ে মঞ্চের একাংশ। এসময় মঞ্চে উপস্থিত একাংশের অতিথি সবাই ভাঙ্গা মঞ্চ নিয়ে পড়ে গেলেন নিচে। তবে কেউ আহত হননি। বেলা সাড়ে ১২ টার কিছু সময় পরে এ ঘটনা ঘটে। পরে সকলে দাঁড়িয়ে পড়েন।
এদিকে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে একই সভা মঞ্চে দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমানের সাথে একই ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক নাছির উদ্দিনের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে চেয়ারম্যার ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আলা উদ্দিনকে মারধর করে। এঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠে দলীয় নেতাকর্মীরা।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াদুদ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
0Share