নিজস্ব প্রতিনিধি, রায়পুর: লক্ষ্মীপুরের রায়পুর কাজে যোগদান না করায় চার শিশু শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে বেকারী মালিকের বিরুদ্ধে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার সংলগ্ন বিসমিল্লাহ বেকারিতে। আহত চার শ্রমিক হলেন- চারআবাবিল গ্রামের মুরাদ হোসেন (১৫), আনোয়ার হোসেন (১৪), মোঃ তারেক (১২) ও জাহাঙ্গীর আলম (১৩)।
আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হায়দরগঞ্জ বাজারের নিকটস্থ বিসমিল্লাহ বেকারিতে কাজ করত ওই চার শ্রমিক। পারবারিক অনুষ্ঠান থাকায় চার শ্রমিক আজকে বুধবার কাজে যোগদান করতে পারেনি। সন্ধ্যায় ২য় শিফটে কাজে যোগদান করতে আসলে ওই বেকারির মালিক মোঃ দুলাল লাঠি দিয়ে পিটিয়ে, কিল, ঘুষি মেরে বেদম মারধর করে। এতে চার শ্রমিক মারাত্মকভাবে আহত হন। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকদিন পূর্বেও দুই শ্রমিককে মারধর করার অভিযোগ পাওয়া যায় ওই মালিকের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময় শিশু শ্রমিকদের নির্যাতন করার অভিযোগও রয়েছে। উল্লেখ গত দুই সপ্তাহ পূর্বে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিল্পি রাণী রায় ওই বেকারিকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বিএসটিআই-এর অনুমোদন না থাকায় এবং নোংরা পরিবেশের কারণে (চল্লিশ হাজার) টাকা জরিমানা করেন। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
বিসমিল্লাহ বেকারির মালিক মোঃ দুলালের সাথে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।
0Share