নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো বায়োলজি অলিম্পিয়াড। শুক্রবার (১৭ আগষ্ট) সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে লক্ষ্মীপুর বায়োলজি সোসাইটি । এতে জেলার বিভিন্ন স্কুল-কলেজের ছয় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহন করে।
এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মেধাবী হওয়ার চেয়ে দেশপ্রেমিক হওয়া অধিক জরুরী’। এছাড়া তিনি আয়োজকদের মেধা অন্বেষণ মূলক যেকোন প্রতিযোগিতাতেই স্বদেশ নিয়ে একটা পাঠ রাখার পরামর্শ দেন।
লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, দৌলত খান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম। অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সালাউদ্দিন আকাশ। সঞ্চালনা করেন শিক্ষার্থী রোকন উদ্দিন এবং সাব মেহের এমি। অনুষ্ঠানে অতিথিরা অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীদের মেডেল পরিয়ে দেন।
0Share