নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৭ শিক্ষার্থীকে সংবর্ধণা দেয়া হয়েছে। শুক্রবার (২৪ আগষ্ট) বিকেলে উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধণা প্রদান করা হয়। ঢাকাস্থ ‘তোরাবগঞ্জ স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিউনিটি’ অনুষ্ঠানের আয়োজন করে। তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সিনিয়র নিউজ এডিটর মোঃ আবদুস সহিদ, কমলনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও লরেঞ্চ ইউনিয়নের চেয়ারম্যান একেএম নুুরুল আমিন মাস্টার, সাধারণ সম্পাদক ও পাটোয়ারিরহাট ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট নুরুল আমিন রাজু, চাদঁপুর সরকারি কলেজের অধ্যাপক মোঃ আলা উদ্দিন, নোয়াখালী সরকারি কলেজের অধ্যাপক কামরুল হাসান সবুজ, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জয়নাল আবিদন, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বাহার, প্রধান শিক্ষক নুরুল আলম, নোয়াখালীর সেনবাগ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল হাসান, অগ্রনী ব্যাংক ভবানীগঞ্জ শাখা ব্যবস্থাপক সাইফুর রহমান মাছুম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ, কমলনগর উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ হিরন, সাংবাদিক সানা উল্লাহ সানু, সমাজ সেবক আবদুজ্জাহের ভূইয়া, ব্যবসায়ী শামছুদ্দিন মানিক, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সেনা সদস্য নিজাম উদ্দিন, মহি উদ্দিন মন্টি প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউছুফ আলী, কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈন উদ্দিন, লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের তানজুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা রাকিব হোসেন সোহেল, হারুনুর রশিদ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ব বিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত তোরাবগঞ্জ এলাকার ২৭ মেধাবি শিক্ষার্থীকে সংবর্ধিত করে স্মারক প্রদান করা হয়।
এসময় অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন বলেন,
নদী ভাঙ্গা কমলনগর-রামগতির জন্য একটা মহামারি। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ি খুব শীঘ্রই কমলনগরে মেঘনার ভাঙ্গনরোধের ২য় পর্যায়ের কাজ শুরু হবে। তিনি মেধাবি সন্তানদেরকে সর্বাত্মক সহযোগিতা নিয়ে দেশের সেবায় এগিয়ে আসার আহবান জানান।
সাংবাদিক আবদুস সহিদ বলেন,
ভবিষ্যতে এ মেধাবিদেরকে নিয়ে আলোকিত তোরাবগঞ্জ চাই। এসময় তিনি মেঘনার ভাঙ্গনরোধে রামগতি এবং কমলনগর উপজেলায় সমভাবে কাজ করার জন্য সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের প্রতি অনুরোধ করেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়েজ আহমেদ দিপু ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমজাদ হোসেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের পুরো বক্তব্য
0Share