সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
গনসংযোগ শুরু করলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী

গনসংযোগ শুরু করলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী

গনসংযোগ শুরু করলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ফরিদুন্নাহার লাইলী

নিজস্ব প্রতিনিধি: একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর-৪ (রামগতিও কমলনগর) সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী গণসংযোগ শুরু করেছেন। গণসংযোগের প্রথম দিন শনিবার (২৫ আগষ্ট) তিনি রামগতি এবং কমলনগর উপজেলায় কয়েকজন প্রয়াত আওয়ামীলীগ নেতার কবর জেয়ারত করেন এবং অসুস্থ নেতাকর্মীদের  খোঁজ নিতে তাদের বাড়িতে যান।

প্রয়াত আওয়ামলীলীগ নেতার কবর জেয়ারত করছেন ফরিদুন্নাহার লাইলী

এ সময় তিনি সাবেক রামগতি উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মাওলা চৌধুরী, বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা এম ওজি উল্লাহ মিয়ার কবর জেয়ারত করেন। তিনি কমলনগর উপজেলার চর লরেঞ্চ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুস শহীদকে দেখতে তার বাড়িতে যান ও বিভিন্ন স্থানে মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে তাদের খোঁজ খবর জানতে চান।

গনসংযোগকালে রামগতির আলেকজান্ডার, জমিদারহাট, কমলনগরের চর লরেঞ্চ, করইতোলা, তোরাবগঞ্জ বাজারে শতশত নেতাকর্মী ও সাধারণ মানুষ তার সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি আগামি নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহবান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।

আগামি কিছু দিনের মধ্যে তিনি রামগতি এবং কমলনগরের প্রতিটি হাটবাজারে যাবেন বলেও উপস্থিত সাধারণ মানুষ জানান।

অসুস্থ নেতাকে দেখতে যাচ্ছেন ফরিদুন্নাহার লাইলী

গণসংযোগকালে আওয়ামীলীগের কেন্দ্রীয় এ নেতার সাথে সফর সঙ্গী ছিলেন, আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এডভোকেট ড. বদরুল হাসান কচিঁ, দেলোয়ার হোসেন, সরদার ফারুক হোসেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ আলা উদ্দিন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, রামগতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, জেলা আওয়ামী লীগ নেতা জাকির হোসেন ভূঁইয়া আজাদ,  রামগতি মহিলা আওয়ামী লীগের সভাপতি রোফেনিা আক্তার, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা, সাংগঠনিক সম্পাদক মাকছুদুল করিম মামুন, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব ও সাধারণ সম্পাদক মির্জা আশরাফ জামান রাসেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।

নেতাকর্মী বেষ্টিত ফরিদুন্নাহার লাইলী

ফরিদুন্নাহার লাইলী কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক। এর আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন ২ বার এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামছুন নাহার হলের দু’বারের নির্বাচিত ভিপি এবং একজন সক্রিয় মুক্তিযোদ্ধা।

বিগত ২০০৮ সালে মহাজোট সরকার গঠন করলে ফরিদুন্নাহার লাইলী সংরক্ষিত মহিলা আসন থেকে এমপি নির্বাচিত হয়ে রামগতি-কমলনগর আসনের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় তিনি উন্নয়নের পাশাপাশি এলাকার বহু বেকার যুবকের কর্মসংস্থান করেন। এখনো জনাব লাইলীকে রামগতি-কমলনগরের বেকার যুবক-যুবতীদের আশার প্রতীক বলে মনে করেন অনেকে।

লক্ষ্মীপুর-৪ আসন থেকে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার প্রত্যাশায় তিনি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ঘরোয়া পরিবেশ, বিভিন্ন বৈঠক ও মতবিনিময় সভায় নিয়মিত সময় দিচ্ছেন।

 

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের প্রতিবেদক আবদুর রহমানের বাবা আর বেঁচে নেই

ডা. আমান উল্লাহ এর উদ্যোগে লক্ষ্মীপুরের অর্ধশতাধিক মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না- তানিয়া রব

লক্ষ্মীপুরে কর্মীদের নিজস্ব খরচে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের দুই প্রার্থীর শোভাযাত্রা

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com