সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
ইউজিসি স্বর্ণপদক পেলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লক্ষ্মীপুরের আতাউল করিম

ইউজিসি স্বর্ণপদক পেলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লক্ষ্মীপুরের আতাউল করিম

ইউজিসি স্বর্ণপদক পেলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লক্ষ্মীপুরের আতাউল করিম

নিজস্ব প্রতিনিধি: নবম বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) স্বর্ণপদক পেয়েছেন ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোহাম্মদ আতাউল করিম। ভৌগলিক পণ্যের মেধাস্বত্ব অধিকার বিষয়ক মৌলিক গবেষণা ও প্রকাশনায় অনবদ্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তাকে ওই সম্মাননা প্রদান করেন।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ৯ম ‘ইউজিসি স্বর্নপদক’ প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো আব্দুল হামিদ এর কাছ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুুরী কমিশন স্বর্ণপদক-২০১৬ , ২০১৭ গ্রহণ করেন তিনি। তিনি প্রথম বারের মতো রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সম্মানিত অতিথি ছিলেন শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

অনুষ্ঠানে বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষককে (২০১৬ সালে ১৮ জন ও ২০১৭ সালে ১৭ জন) এই সম্মাননা প্রদান করা হয়।

মোহাম্মদ আতাউল করিম বেসরকারি ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সিনিয়র প্রভাষক পদে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (স্নাতক-সম্মান) এবং এলএলএম (স্নাতকোত্তর) ডিগ্রী অর্জন করেন। তাঁর গবেষণা-ধর্মী লেখা কুইন মেরী জার্নাল অব ইন্টেলেকটুয়াল প্রোপার্টি ল, অক্সফোর্ড জার্নাল অব ইন্টেলেকটুয়াল প্রোপার্টি এন্ড প্রাকট্রিস, জার্নাল অব ওয়াল্ড ইন্টেলেকটুয়াল প্রোপার্টি সহ অন্যান্য দেশী এবং বিদেশী স্বনামধন্য জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও কনফারেন্স-এ প্রবন্ধ উপস্থাপন করেছেন। তিনি মেধাস্বত্ত্ব আইন, সাংবিধানিক আইন এবং জুরিসপ্রুডেন্স বিষয় সমূহে গবেষণায় আগ্রহী। শিক্ষকতার পাশাপাশি তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী হিসেবে নিবন্ধিত আছেন।

মোহাম্মদ আতাউল করিম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামের মাওলানা আবদুল কাদের এবং রোকেয়া বেগমের ছেলে।

শিক্ষা ও ক্যারিয়ার আরও সংবাদ

এসএসসির কেন্দ্র পরিবর্তন করায় লক্ষ্মীপুর জেলাব্যাপি অভিভাবকদের মাঝে ক্ষোভ, শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনীর ১ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

রামগতি আহমদিয়া কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

চন্দ্রগঞ্জে শাহ আলম চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড

বৃহত্তর নোয়াখালী ছাত্র কল্যাণ সমিতি’ রাবির নতুন সভাপতি রাহাত, সাধারণ সম্পাদক হৃদয়

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com