নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে টেন্ডারের ফরম জমা দেয়াকে কেন্দ্র করে স্বেচ্ছসেবকলীগ ও ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বিকালে বন বিভাগের কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় উভয়পক্ষের ২জন আহত হয়েছে। আহতরা হলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুবু ইমতিয়াজ ও ছাত্রলীগ নেতা সেবাব নেওয়াজ।
জানা যায়, বন বিভাগের টেন্ডারের ফরম জমা দিতে বিকাল থেকে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুবু ইমতিয়াজ ও তার অনুসারীরা বন বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এসময় সেবাব সহ ছাত্রলীগের নেতাকর্মীরা আসলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে একই ঘটনাকে কেন্দ্র করে শহরের চক বাজারে (ছাত্রলীগ নেতা) সেবাব নেওয়াজের ওপর হামলা চালায় ইমতিয়াজের অনুসারীরা। একপর্যায়ে সেবাবকে গুরুত্বর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
এদিকে রাত সাড়ে ৮টার দিকে শহরের লিল্লা মসজিদের সামনে ইমতিয়াজ ও সেবাবের অনুসারীরা অবস্থান নিলে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
0Share