সদ্য ইলিশ ঘাটে নিলামে হাকডাকে ওঠা ইলিশ। চোখ রাখলে স্পষ্ট বুঝা যাবে, প্রতিটি ইলিশের পেটে এখনো ডিম রয়ে গেছে৷ বিশাল আকৃতির ডিমওয়ালা মা ইলিশ এখন অবাধে ধরা পড়ছে জেলেদের জালে। মা ইলিশ সুরক্ষার নিষেধাজ্ঞা পেরিয়ে দ্বিতীয় দিনের চিত্র এটি। গত ৯থেকে ৩০অক্টোবরে নদীতে যে মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো, তাতে অধিকাংশ ইলিশ ডিম ছাড়েনি। ফলে, অভিযান শেষেও ধরা পড়া ইলিশের পেটে ডিম দেখে হতবাক হচ্ছেন, জেলে, ইলিশ ব্যবসার সাথে সম্পৃক্ত জনগোষ্ঠী, নদীপাড়ের মানুষরা। তারা বলছেন, যে সময়ে মা ইলিশ ডিম ছাড়বে, সে সময়ে অভিযান না দিয়ে তার অনেক আগ থেকেই এ অভিযান দেয়া হয়েছে। যার ফলে, অধিকাংশ ইলিশের পেটে এখনো ডিম রয়ে গেছে। এতে জেলে, ইলিশ ব্যবসায়ী এবং দেশের সর্বনাশ হয়েছে বলে দাবি করছেন নদীপাড়ের মানুষগুলো।
লক্ষ্মীপুরের কমলনগরের মতিরহাট মেঘনাতীরের মাছঘাটে দীর্ঘদিন পর আড়তদারদের ইলিশ বিক্রির হাকডাক শোনা যাচ্ছিলো। কাছে গিয়ে ইলিশের পেটে ডিম দেখে হতাশই হতে হয়। কেননা, ঘাটে যে ইলিশগুলো চোখে পড়েছে তার শতকরা ৮০ভাগ ইলিশের পেটে এখনো ডিম আছে।
এ নিয়ে ইলিশ গবেষকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন জেলে সম্প্রদায়ের মানুষগুলো। তারা বলছেন, অভিযান যদি ২৫অক্টোবর থেকে দেয়া হতো, তাহলে এখন আর ডিমওয়ালা মা ইলিশ ধরা পড়তো না। এজন্য কর্তৃপক্ষের কাছে দেশের ইলিশ সম্পদ রক্ষায় যথাযথ প্রদক্ষেপের দাবি জানিয়েছেন তারা
0Share