চলতি ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪০ হাজার ২৮ জন। এর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। রোববার (৩১ মে) বেলা ১১ টার পরে শিক্ষা মন্ত্রণালয়ে ফেসবুক লাইভের মাধ্যমে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
এ বছর লক্ষ্মীপুর জেলায় এসএসসি ও দাখিলে মোট জিপিএ-ফাইভ পেয়েছে ৭শ ৯২ জন পরীক্ষার্থী। যার মধ্যে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি)তে ৫শ ৪ জন এবং মাদরাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ১শ ৮৮ জন। কুমিল্লা শিক্ষাবোর্ড ও মাদরাসা শিক্ষাবোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এসএসসিতে জিপিএ-ফাইভ প্রাপ্তদের মধ্যে সদর উপজেলায়-৩০১, কমলনগর-২০, রামগতি-৩৮, রামগঞ্জ-৪৭ এবং রায়পুরে ৯৮ জন ছাত্র রয়েছে।
অন্যদিকে দাখিল পরীক্ষায় জিপিএ-ফাইভ প্রাপ্তদের মধ্যে সদর উপজেলায়-১৪৪, কমলনগর-৫, রামগতি-১, রামগঞ্জ-৭ এবং রায়পুরে ৩১ জন ছাত্র রয়েছে।
এদিকে জেলায় সবচেয়ে ভালো ফলাফলে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৯.৬৯ এবং জিপিএ- ফাইভ ৭৬ জন। লক্ষ্মীপুর সরকারি বালিকা বিদ্যালয়ে জিপিএ- ফাইভ ৬৮ জন পাশের হার ৯৬.৪০ এবং সরকারি সামাদ উচ্চ বিদ্যালয়ে জিপিএ- ফাইভ ৪২ জন পাশের হার ৯৮.৭৬।
0Share