লক্ষীপুরের রামগঞ্জে মুদি দোকানের বাকি টাকা চেয়ে উল্টো মার খেলেন এক দোকানদার। ঘটনাটি ঘটে শুক্রবার (১২ মার্চ) সকালে উপজেলার ভাদুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মধ্য ভাদুর খামার বাড়ির সামনে মুদি দোকানে। মুদি দোকানের মালিক মোঃ আনোয়ার হোসেন (৪৫), মধ্য ভাদুর বরকন্দাজ বাড়ির আবদুল মান্নানের ছেলে। স্থানীয় ভাবে জানা যায়,ব্যবসা করতে গিয়ে একই গ্রামের ঠারি বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মোঃ ওয়াসিম (৩০) এর সাথে প্রায় ৭ সাড়ে সাত টাকার বাকি ব্যবসা হয়।
শুক্রবার ওয়াসিম আনোয়ার হোসেনের মুদি দোকানের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় আনোয়ার তার দোকানের বাকি টাকা চাইলে এতে ওয়াসিম ক্ষিপ্ত হয়ে দোকানদার আনোয়ারকে এলোপাতাড়ি মেরে আহত করে। এতে আনোয়ারের চোখ ও নাক দিয়ে রক্তক্ষরণ হয়। ওই সময় আনোয়ারের দোকানের নগদ ৩৮ হাজার টাকা চিনিয়ে নেয় বলেও জানান, আনোয়ার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে এ বিষয়ে ওয়াসিমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
0Share