লক্ষ্মীপুর জেলার উপকূলীয় অঞ্চল ও মেঘনার ভাঙ্গন কবলিত ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রামগতি উপজেলা। এ উপজেলার অসচেতন ও দরিদ্র জনগোষ্ঠি প্রথম দিকে করোনা টিকা দেওয়ার আগ্রহ ছিলো না। বর্তমানে এ অঞ্চলে বেড়েছে করোনা টিকা দেওয়ার আগ্রহ।
গত মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিকা গ্রহণ করেছে দুই হাজার চার জন এরমধ্যে পুরুষ ১১৯৬ এবং মহিলা ৮০৮ জন। চলতি মাসে তিন দিনে ৬৫৮ জন টিকা গ্রহন করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশিস মজুমদার জানান, এখন মানুষের মধ্যে করোনা টিকা দেওয়ার আগ্রহ অনেক বেড়ে গেছে।
0Share