লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে এ্যাম্বুলেন্স সেবা পবে উপকূলবাসী। অসুস্থ ব্যক্তিকে জরুরী হাসপাতাল নিতে আর চিন্তা নেই, এখন এ্যাম্বুলেন্স সেবা ইউনিয়ন পর্যায়ে।
লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোছাইন আকন্দ এর সার্বিক নির্দেশনা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় এবং এলজিএসপি-৩ কর্মসূচীর আওতায় ২নং চর বাদাম ইউনিয়নের জনগণের স্বাস্থ্য সেবায় আগামীকাল এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
চর বাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম জানান, এলজিএসপি-৩ কর্মসূচীর আওতায় ১১ লক্ষ টাকা, এমপি মহোদয়ের ২ লক্ষ ৫০ হাজার টাকা, ডিসি মহোদয়ের ১ লক্ষ টাকা এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় এ এ্যাম্বুলেন্সটি ২১,৭৪,০০০টাকা দিয়ে কেনা হয়েছে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) মোঃ আব্দুল মোমিন বলেন, এ্যাম্বুলেন্সটি চর বাদাম ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে থাকলেও এর সুবিধা পাবে সকল ইউনিয়নবাসী।ইউনিয়নের যেকোন ব্যক্তি জরুরী প্রয়োজনে এ্যাপস এর মাধ্যমে সীমিত খরচে উক্ত এ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্সের পাশাপাশি আরেকটি এ্যাম্বুলেন্স পাওয়ার খবরে আনন্দিত উপজেলাবাসী।
0Share