লক্ষ্মীপুর জেলার উপকূলীয় অঞ্চল ও মেঘনার ভাঙ্গন কবলিত ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রামগতি উপজেলা। এ উপজেলার ইউনিয়ন পর্যায়ে করোনা টিকা দেওয়ার লক্ষ্যে ১৯টি কমিউনিটি ক্লিনিকে এক যোগে গণ টীকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত এ গণটিকা (১ম ডোজ) দেওয়া হয়। আগামী সোমবার (২৯ নভেম্বর) একইভাবে ইউনিয়ন পর্যায়ে এ গণটিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশীস মজুমদার জানান, উপজেলার ১৯টি কমিউনিটি ক্লিনিকে এক যোগে গণ টীকা কার্যক্রমে ১০ হাজার ৪০০ জনকে এ টিকা দেওয়া হয়েছে।
0Share