ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান- এ শ্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ সম্পর্কিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশীস মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজলো সহকারী কমশিনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খান, রামগতি থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন।
উক্ত সমভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো: মোসলেহ উদ্দিন, এমটিইপিআই লিটন কুমার নাথ সহ প্রমুখ।
এ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে আগামী ১১ ডিসেম্বর থেকে এবং চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে এক লক্ষ আই. ইউ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে দুই লক্ষ আই. ইউ ক্যাপসুল খাওয়ানো হবে।
0Share