আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য পাচ্ছে উপকূলের নিম্ন আয়ের ২৭ হাজার ৯৯ পরিবার। নিয়োগকৃত মেসার্স তাইফ উল ইসলাম ও মেসার্স গোলাম মোস্তফা এ দুই ডিলারের মাধ্যমে পৌরসভারসহ উপজেলার আটটি ইউনিয়নের ২৯ স্থানে এসব পণ্য বিক্রয় করা হবে।
আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান।
এসময় তিনি আরো বলেন, সরকার আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত ১ কোটি পরিবারের জন্য টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। এতে রামগতিতে ২৭ হাজার ৯৯ পরিবারের মাঝে এ পণ্য বিক্রি করা হবে, ইতোমধ্যে ওইসব পরিবারের তালিকা তৈরি করে তাদের নিকট পণ্য ক্রয়ের কার্ড বিতরণ করা হয়েছে।
আগামীকাল (২০ মার্চ) দুই ধাপের এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হবে। যেসব পণ্য টিসিবির মাধ্যমে বিক্রয় করা হবে সে সব পণ্যের মধ্যে রয়েছে ১১০ টাকা মূল্যে দুই কেজি সয়াবিন তৈল, ৬৫ টাকা মূল্যে দুই কেজি মসুর ডাল ৫৫ টাকা মূল্যে দুই কেজি চিনি। তিনটি পণ্যের প্রতি প্যাকেটের মূল্য হবে ৪৬০ টাকা।
0Share