লক্ষ্মীপুরের রামগতিতে শেষ মুহূর্তে জমে উঠেছে উপজেলার পশুর হাটগুলো । চলতি বছরে ভারত থেকে গরু না আসায় এসব হাটে দেশীয় গরু- ছাগলের সমারোহে ভিড় করছে পাইকাররা। এতে করে হাটগুলোতে গরু-ছাগলের দামও বেশ ভালো। এতে বিক্রেতারা সন্তুষ্ট হলেও ক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন। ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে হাটগুলোতে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
এ উপজেলায় বিবির হাট, রামগতির হাট ও জমিদার হাট অন্যতম। ভারতের গরু এসকল হাটে চোখে পড়েনি, তাই পাইকারদের ভিড়ে গতবারের চেয়ে এ বছর গরুর দাম বেশি। মধ্যম দামের গরুর চাহিদা বেশি। বিক্রেতারা সবাই সন্তুষ্ট হলেও হাসি কেড়ে নিয়েছে সাধারণ ক্রেতাদের। ক্রেতা-বিক্রেতার মধ্যে বিভিন্ন সুবিধা-অসুবিধা ও মূল্য নিয়ে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।
এদিকে কুরবানীর পশুর হাটে গবাদি প্রাণির স্বাস্থ্য সেবায় জরুরী ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো: নজরুল ইসলাম বলেন, উপজেলার বড় বড় গরুর হাট গুলোতে গবাদি প্রাণির স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বজায় রাখতে পশুর হাটগুলোতে প্রশাসনের নজরদারি রয়েছে। অসাধু চক্র যাতে হাটগুলোতে জাল টাকা ছড়াতে না পারে সে জন্য প্রতিটি হাটে পুলিশ তদারকি করছে। জাল টাকা সরবরাহকারী কাউকে পেলে বা কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
0Share