লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি মরহুম শফিউল বারী বাবু’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । গতকাল শুক্রবার সকালে উপজেলার রামদয়াল বাজারস্থ শতদল সাংস্কৃতিক সংঘের উদ্যোগে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে গত ২৮ জুলাই বিকাল থেকে দুই দিন ব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয় । উপজেলার কয়েকটি হাফেজিয়া মাদ্রাসার ৩১ জন হাফেজ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ।
শতদল সাংস্কৃতিক সংঘের সভাপতি ও আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য ও শফিউল বারী বাবু ‘র সহধর্মিণী বিথীকা বিনতে হোসাইন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবদুল হাদী কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন জুবায়ের, আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা তৈয়ব আলী, লক্ষ্মীপুর বারের সাবেক সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের লক্ষ্মীপুর জেলা সভাপতি সাইদুল বারী মির্জা, শতদল সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান আবদুল ওয়ারেছ, চর মেহার আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান ও আবদুল মতিন বিএসসি, হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুজ্জাহের, চর গোসাই ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারেনেডেন্ট মাওলানা রফিক উল্লাহ, মাস্টার খবিরুল হক।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা জাতীয়য়তাবাদী সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আবু সায়েম মোঃ শাহিন , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন বাবর প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জনতা ব্যাংক চর আলেকজান্ডার শাখার ব্যবস্থাপক ও শতদল সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ আবদুল্যাহ।
অনুষ্ঠান শেষে দুই দিন ব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
misusahaniccon/2022
0Share