লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফ্রেব্রুয়ারি) সকালে আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উক্ত কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শফিকুল আমীন খান।
আ স ম আবদুর রব সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশিস মজুমদার।
ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জেসমিন আক্তার ও অর্থনীতি বিভাগের প্রভাষক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এতে সহযোগী অধ্যাপক ও বার্ষিক আন্ত:ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক ছালেহ উদ্দিন মিঠু, সহযোগী অধ্যাপক ও বার্ষিক আন্ত:ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মোহাম্মদ মাজহারুল ইসলাম ও অনান্য বিভাগের প্রভাষকগণ উপস্থিত ছিলেন।
সকাল থেকে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ১০০ মি. ও ৪০০মি. দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, ধীর গতিতে সাইকেল চালানো, মিউজিকেল চেয়ার, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, দাবা, স্মৃতি পরীক্ষা, লুডু, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি।
এরআগে জাতীয় পতাকা, কলেজ পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। পরে কবুতর অবমুক্ত করার মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।
মিসু সাহা নিক্কন/02/23
0Share