লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইউনিয়ন পর্যায়ে এ্যাম্বুলেন্স সেবা পেলো উপকূলবাসী। অসুস্থ ব্যক্তিকে জরুরী হাসপাতাল নিতে আর চিন্তা নেই, এখন স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স সেবা পাচ্ছে চরগাজী ইউনিয়ন। আর উপকূলবাসী এ সেবাটি পাবেন এ্যাপস এর মাধ্যমে। এনিয়ে এখন পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে ১৮টি স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্স উদ্বোধন হয়েছে এ জেলায়।
বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার রামগতি বিবিকে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি উক্ত এ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশিস মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিহাব হাসান চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, উপজেলা আ’লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুর ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন।
এসময় চরগাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন, বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাকছুদ মিজান, বীর মুক্তিযোদ্ধা, ইউপি সদস্য, শিক্ষকসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তুনু চৌধুরী বলেন, স্বপ্নযাত্রা এ্যাম্বুলেন্সটি চরগাজী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে থাকলেও এর সুবিধা পাবে সকল ইউনিয়নবাসী।ইউনিয়নের যেকোন ব্যক্তি জরুরী প্রয়োজনে সীমিত খরচে উক্ত এ্যাম্বুলেন্স সেবা গ্রহণ করতে পারবে।
এরআগে প্রধান অতিখি রামগতি বাজার মার্কেট ভবনের শুভ উদ্বোধন করেন।
মিসু সাহা নিক্কন/বার্তা/23
0Share