সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
রামগতিতে গণিত অলিম্পিয়াড ও ট্যালেন্ট রিসিপশন অনুষ্ঠিত

রামগতিতে গণিত অলিম্পিয়াড ও ট্যালেন্ট রিসিপশন অনুষ্ঠিত

রামগতিতে গণিত অলিম্পিয়াড ও ট্যালেন্ট রিসিপশন অনুষ্ঠিত রামগতিতে সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ গণিত অলিম্পিয়াড ও ট্যালেন্ট রিসিপশন ২০২৩

লক্ষ্মীপুরের রামগতিতে এক হাজারেরও বেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ গণিত অলিম্পিয়াড ও ট্যালেন্ট রিসিপশন ২০২৩ ।

রবিবার (২ জুলাই) উপজেলার আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি) এর উদ্যোগে ও লক্ষ্মীপুর ম্যাথ ক্লাবের সহযোগিতায় শিক্ষার্থীকে সংবর্ধনা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তিন পর্বের এই অনুষ্ঠানের শুরুতে গণিত অলিম্পিয়াড, প্রশ্নোত্তর পর্ব ও শেষে ২০২০-২১ ও ২০২১-২২ সেশনে বিভিন্ন পাবলিক, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া ৭৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বেড়িবাঁধে বৃক্ষ রোপণ করা হয়।

গণিত অলিম্পিয়াডে প্রাইমারি ক্যাটাগরিতে ১ম হয়েছেন মাহিয়ান মুহাম্মাদ, ২য়  হয়েছেন সবুজ সাহা ও ৩য় হয়েছেন অহনা মজুমদার। জুনিয়র ক্যাটাগরিতে হয়েছেন আদিবা হোসেন অনন্যা, ইফতি আহমেদ ইরফান, শান আহমেদ। সেকেন্ডারি ক্যাটাগরিতে বিবি সুমাইয়া উশ্মিতা,সাব্বির মাহমুদ সিয়াম, তীর্থ সাহা। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে মো. আরমান হোসাইন, নুসরাত জাহান নুহা, মো. রাফি চৌধুরী।

এছাড়াও প্রশ্নোত্তর পর্বে প্রাইমারি ক্যাটাগরিতে ১ম হয়েছেন, সামিয়া তাসনিম আনিকা, ২য় হয়েছেন আকিল ইবনে হাসান ও ৩য় হয়েছেন আবরার ফাইয়াজ। জুনিয়র ক্যাটাগরিতে উর্মি রাণী দাস, আদিবা হোসেন, সুমাইয়া জাহান। সেকেন্ডারি ক্যাটাগরিতে রাফীদ আদনান, মো. লাবিদ, অন্তর হোসেন। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে মো. সিয়াম, লাইলুন নাহার প্রভা, ফারিহা।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল। এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও জীব প্রযুক্তি বিভাগের প্রভাষক ইমরুল হাসান, লক্ষ্মীপুর ম্যাথ ক্লাবের সভাপতি প্রকৌশলী ইকবাল মাহমুদ, চর সেকান্তর সফিক একাডেমির প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, রামগতি আছিয়া গার্লস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, উপজেলা আওয়ামিলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ চৌধুরী, স্থানীয় কাউন্সিলর দিদারুল ইসলাম খন্দকার, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল আমিন জহির,  নিট বাজার ডায়িং এর ডিরেক্টর জমির উদ্দিন মিলন, জেমটেক্স সোর্সিং লিমিটেডের মার্সেন্ডাইজার কামরুল হাসান, আরএসসিডির নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল বলেন, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ছাড়া রামগতির উন্নয়ন সম্ভব নয়। আমি চাই রামগতির প্রতিটা ছেলে যেন প্রস্ফুটিত হয়। উচ্চ শিক্ষা নিয়ে এসে রামগতির রাজনীতি ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখে। এছাড়াও তিনি রামগতির শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষাসহ যে কোনো শিক্ষামূলক কাজে পাশে থাকবেন বলে জানান।

প্রসঙ্গত, রামগতি স্টুডেন্ট কমিউনিটি ঢাকা (আরএসসিডি) রামগতিতে বিভিন্ন অলিম্পিয়াড আয়োজন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতাসহ এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে।

MisuSahaNiccon/News-07/23

লক্ষ্মীপুরের শিক্ষা আরও সংবাদ

লক্ষ্মীপুরে ৭ দিন ব্যাপি জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত

রামগতি বি.বি.কে ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তীতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

লক্ষ্মীপুরের রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com