লক্ষ্মীপুরের রামগতিতে দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ দিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।
বৃহস্পতিবার দুপুরে পশ্চিম চর পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে কোডেক চর আলেকজান্ডার শাখার আয়োজনে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
সমাজে পিছিয়েপড়া নারী ও অসহায়দের এগিয়ে নিতে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে কোডেক। আর্তমানবতার সেবায় নানা সময়ে বিভিন্ন সহযোগিতার অংশ হিসেবে এ স্কুল ব্যাগ দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ । সভায় সভাপতিত্ব করেন পশ্চিম চর পোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. নূর আলম মানিক।
এসময় আরো উপস্থিত ছিলেন, কোডেক মাইক্রো ফিনান্সের সহকারি পরিচালক মো. শেখ রেজোয়ান হোসেন, কোডেকের এরিয়া ম্যানেজার আবু জাফর, সাংবাদিক মিসু সাহা নিক্কন, প্রধান শিক্ষক রেজাউল করিম, মো: কোডেক চরগাজী শাখার ব্যবস্থাপক মো. শাহজাহান, কোডেক চর আলেকজান্ডার শাখার ব্যবস্থাপক নার্গিস আক্তার, কোডেক আলেকজান্ডার শাখার ট্রেইনী শাখা ব্যবস্থাপক মো: আব্দুর রাজ্জাক, অভিভাবক সহ প্রমুখ।
উপকূলীয় অঞ্চলের ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী স্কুল ব্যাগ পেয়ে তারা অনেক খুশি। আগামীতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান আয়োজকরা ।
মিসু সাহা নিক্কন/03/24
0Share