লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সম্প্রতিক অতি বৃষ্টিতে ও বন্যা ক্ষতিগ্রস্থ উপকূলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে শীতকালিন বিভিন্ন শাকসবজির ২০ প্যাকেট বীজ ও এক হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও রবি প্রণোদনা পাচ্ছে আরো ৪ হাজার ৩৭৫জন কৃষক।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে এ প্রণোদনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে স্বগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সাঈদ তারেক বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার কৃষকদের মাঝে শীতকালিন বিভিন্ন শাকসবজির ২০ প্যাকেট বীজ ও এক হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়াও এ উপজেলায় রবি মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, পেঁয়াজ,মুগ, মসুর, ফেলন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মোট ৪ হাজার ৩ শত ৭৫জন কৃষকের মাঝে ১কেজি বীজ (যেকোন এক জাতের), ডিএপি সার ১০ কেজি এবং এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, সংকট উত্তরণের জন্য কৃষকদের এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। রবি মৌসুমে কৃষি পুনর্বাসনের আওতায় প্রণোদনা পাচ্ছেন এ অঞ্চলের প্রান্তিক কৃষকরা। ফসলের উৎপাদন যাতে ব্যাহত না হয় এবং কৃষকেরা যাতে নিরবচ্ছিন্নভাবে চাষাবাদ চালিয়ে যেতে পারেন, এ জন্য কৃষি বিভাগ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করেছে।
উল্লেখ্য: সম্প্রতি ফেনী ও নোয়াখালী থেকে আসা অতিরিক্ত জোয়ারের পানি ও টানা অতি বৃষ্টি পানির কারণে এ উপজেলার ৮০ শতাংশ ফসলী জমি তলিয়ে যাওয়ায় প্রায় ২০ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন, শুধু ফসলের ক্ষতি হয়েছে ১৪ কোটি ২০ লাখ টাকার বেশি। এতে ১ হাজার ১৫৬ হেক্টর ফসলি জমির ক্ষতিগ্রস্থ হয়েছে।
মিসু সাহা নিক্কন/বার্তা-11-24
10Share