সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের দালালবাজার এনকে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

লক্ষ্মীপুরের দালালবাজার এনকে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

লক্ষ্মীপুরের দালালবাজার এনকে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

আলা উদ্দিন সাজু | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর 

‘শত বর্ষে শত প্রাণ, বাজুক মনে ঐকতান’ এ স্লোগান নিয়ে বর্ণাঢ্য আয়োজনে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী দালাল বাজার নবীন কিশোর (এনকে) উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর ২০২৪) দিনব্যাপী এ আনন্দ উৎসবের আয়োজন করেছিল বিদ্যালয়টির প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা। 

সকালে বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে মিলিত হন সবাই। এসময় শিক্ষা ও কর্মজীবনের নানা গল্প নিয়ে চা কফির আড্ডায় অন্যরকম উৎসব উচ্ছাসে মেতে উঠেন প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা। পরে শত বর্ষের স্মরণিকার মোড়ক উম্মোচন, শিক্ষকদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক আকরাম হোসেন চৌধুরী, জেসি এক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, দুদকের সাবেক মহা-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন ও বিশ্ব ভ্রমণে বিরল ইতিহাস সৃষ্টিকারী নাজমুন নাহার সোহাগী প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও গৌরব এবং স্কুল জীবনের স্মৃতি তুলে ধরে দেশ বিদেশে অবদানের কথা জানান অনেকে। আবার নতুন প্রজম্মকে মানসম্মত শিক্ষায় নিজেদের আলোকিত করে আরো ভালো করার পরামর্শ দেন প্রাক্তন শিক্ষার্থীরা। 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন,

যে অভিষ্ট লক্ষ্যে দেশ স্বাধীন হয়েছে আমরা কিন্তু সেই স্বাধীনতার পূর্ণাঙ্গ স্বাদ পাইনি। ভবিষ্যতে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের জনগণ ভোটদানের সুযোগ পাবেন। জনগণ তাদের ইচ্ছেমতো ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। তারাই সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করবেন। তাদের প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে, থাকবে, এটাই হলো বাংলাদেশ। বাংলাদেশের দুর্নীতি জিরো টলারেন্স করা হবে।

বিশ্ব ভ্রমণে বিরল ইতিহাস সৃষ্টিকারী নাজমুন নাহার সোহাগী বলেন,

এ প্রাঙ্গণ থেকে আমার পৃথিবী ভ্রমণের স্বপ্ন দেখা শুরু। আমার ভেতরের উচ্ছাস আনন্দ নিয়ে ১৭৮টি দেশ ভ্রমণ করেছি। এখানে আমার বেড়ে উঠা, এখানকার ছায়া মায়া, এখানকার পাখির কলতান, এখানকার দিঘীর জল, শিক্ষকের ভালোবাসা, বন্ধুদের সঙ্গে হুড়োহুড়ি, সব কিছুর মাঝেই বেড়ে উঠার দুরন্তপনা আজ মনে পড়ে। আজকে এখানে লাল সবুজের পতাকা নিয়ে ফিরে এসেছি আমার সেই স্মৃিতময় প্রতিষ্ঠানে শতবর্ষ উদযাপনে। পুরনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগছে। তরুণ প্রজন্মকে লুকায়িত স্বপ্ন  বাস্তবায়নে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এ বিশ্বজয়ী নারী।

জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (সিআইপি) মো. ইকবাল হোসেন চৌধুরী জুয়েল স্মৃতিচারণ করে বলেন,

এনকে (নবীন কিশোর) উচ্চ বিদ্যালয় হচ্ছে একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। বিদ্যালয়টির শতবর্ষ পূর্তি উদ্‌যাপন উপলক্ষে অনেক দিন পর বড় ভাই, বন্ধু-বান্ধব সবাই একসঙ্গে মিলিত হলাম। অত্যন্ত আনন্দঘন মুহূর্ত। দিনব্যাপী সবাই আনন্দ উপভোগ করব। 

লক্ষ্মীপুরের শিক্ষা আরও সংবাদ

লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণ চান শিক্ষকরা

লক্ষ্মীপুরে ৭ দিন ব্যাপি জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত

রামগতি বি.বি.কে ২০০৭ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীপুর স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্লাটিনাম জয়ন্তীতে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com