গাজী গিয়াস উদ্দিন : লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের নিয়মিত মাসিক সাহিত্য সভা গত ৩১ জানুয়ারী বিকেলে শহরের উত্তর তেমুহনী সিদ্দিক টাওয়ার ৩য় তলায় অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদের সভাপতি ডাঃ মোঃ সালাহ উদ্দিন শরীফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক গাজী গিয়াস উদ্দিনের পরিচালনায় সভায় আলোচনায় অংশ গ্রহন করেন, সংসদ উপদেষ্টা নাসির উদ্দিন মাহমুদ, ডাঃ বাসুদেব পোদ্দার, কবি মিঞা মাহবুব, ও কবি অ আ আবির আকাশ, স্বরচিত কবিতা পাঠে অংশ নেন আব্বাস পাটোয়ারী বাবর, আবদুল কুদ্দুস ফাহাদ, ফয়েজ আহমেদ রাসেল,সজিবুল হাসান ও মাসুম জুলকারনাইন প্রমুখ, সভায় আগামী ৯ এপ্রিল সংগঠনের ১৫ তম প্রতিষ্ঠাবাষিকী সম্মেলন পালন উদযাপন কল্পে সাংগঠনিক প্রস্তুতি সভা আগামী ১৪ ফেব্রয়ারী শুক্রবার বিকেল ৩ টায় ছিদ্দিক টাওয়ারে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান জানানো হয়েছে। তা ছাড়া আগামী ফেব্রয়ারী মাসে সরকারী মহিলা কলেজে এবং মার্চ মাসে লক্ষ্মীপুর সরকারী কলেজে ছাত্র-ছাত্রীদের নিয়ে সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সিদ্ধান্ত গৃহীত হয়।
0Share