শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
লক্ষ্মীপুরের রামগতিতে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন্স স্কিম (এসইডিপি) এর আওতায় তিন ক্যাটাগরিতে ৩২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দিদার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান স্বপন, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ও আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ তৈয়ব আলী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিবির হাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুহিনা আক্তার, লম্বাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনানী মজুমদার।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ২০২২-২৩ সেশনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৩২ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ টাকা, ক্রেস্ট ও সনদ তুলে দেন। এছাড়া তিনি অপর অনুষ্ঠানে প্রাথমিকের ১৫ শত শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের পাবলিক লাইব্রেরি কর্তৃক বুক রিভিউ প্রতিযোগিতায় ৬ জন বিজয়ীর হাতে পুরস্কার বিতরণ করেন।
এসইডিপি’র আওতায় ২০২২-২৩ সেশনের এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩২ কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এদের মধ্যে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৬ কৃতি শিক্ষার্থীকে নগদ ২৫ হাজার টাকা ও এসএসসির পরীক্ষায় উত্তীর্ণ ১৬ কৃতি শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা করে ব্যাংক একাউন্টের মাধ্যমে প্রদান করা হয়।
36Share