লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে রামগতি আহমদিয়া কলেজের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কলেজ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মীর তানভীর আহম্মেদ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো: আফছারুল মিজান, অত্র কলেজের প্রাক্তন অধ্যক্ষ জামশেদা জাং চৌধুরী, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, চরগাজী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর আক্তার হোসেন বাচ্চু, রামগতি আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ সেলিম, রামগতি বানী ভবানী কামেশ্বরী পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস জিল্লু, রামগতি আছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, দায়রা বাড়ির পীর সাহেব শাহ মোহম্মদ ফয়সাল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ ও আন্তরিকতার ওপর। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে পরিবার ও কলেজের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করা অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, নিয়মিত ক্লাসে উপস্থিতি, পাঠে মনোযোগ, শিক্ষকদের নিষ্ঠা এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ শিক্ষার মানোন্নয়নের মূল ভিত্তি। কলেজের গৌরবময় ঐতিহ্য রক্ষায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের মধ্যে সমন্বয় বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা বিকাশ, চরিত্র গঠন ও নৈতিক উন্নয়নই হওয়া উচিত সবার অভিন্ন লক্ষ্য। কলেজের সার্বিক অগ্রগতির জন্য সকলের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য বলে মত দেন তারা।



0Share