নিজেস্ব প্রতিবেদক||লক্ষ্মীপুরফোরটোয়েন্টিফোর:
লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগর আসনের সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নুরুল হুদা চৌধুরীর মনোনয়ন বৈধতা দিয়েছে প্রধান নির্বাচন কমিশন। নুরুল হুদা চৌধুরী কমলনগর উপজেলা বিএনপি’র সভাপতি ও লক্ষ্মীপুর-৪ আসনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী।
সংসদ সদস্য প্রার্থী হিসেব মনোনয়ন দাখিল করলে গত ৪ জানুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান মনোনয়ন অবৈধ বলে ঘোষনা করেন। রামগতি-কমলনগর আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে ১% হিসাবে ৪হাজার ১শ ৮২ভোটারের সমর্থনে মধ্যে তদন্ত রিপোর্টে ত্রুটি-বিচ্যুতি পাওয়ায় মনোনয়ন পত্রটি অবৈধ ঘোষনা করলে প্রধান নির্বাচন কমিশন বরাবর আপিল করেন তিনি। ১৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনে ব্যারিষ্টার নাসিম উদ্দিন অসিমের দীর্ঘ হিয়ারিংয়ের পর প্রধান নির্বাচন কমিশন ১% সমর্থনের সত্যতা পেয়ে মনোনয়নপত্রটি বৈধ ঘোষনা করে নুরুল হুদা চৌধুরীর নির্বাচনে বাঁধা না থাকার বিষয়টি নিশ্চিত করেন।
স্বতন্ত্র সংসদ সদস্য পদে প্রার্থী নুরুল হুদা চৌধুরী বলেন, গত ৪জানুয়ারী ১%সমর্থনে ত্রুটি-বিচ্যুতি আছে উল্লেখ করে নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করলে আমি প্রধান নির্বাচন কমিশন বরাবর আপিল করি। আপিলে দীর্ঘ শুনানির পর আজ আমার মনোনয়ন পত্রটি বৈধতা দিয়েছেন।



42Share