বাংলাদেশ কেমিস্টস এণ্ড ড্রাগিষ্ট সমিতি (বিসিডিএস) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব ও সাধারণ সম্পাদক পদে শরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন। বুধবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার হাজিরহাট বাজারের একটি রেস্টুরেন্টে ঔষধ ব্যবসায়ীদের এ কমিটি করা হয়।
নব নির্বাচিত সভাপতি ইসমাইল হোসেন বিপ্লব মা হাফেজা মেডিকেল হলের ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইফাজ ফার্মেসীর মালিক।
বিসিডিএস জেলার কমলনগর উপজেলার শাখার প্রধান উপদেষ্টা সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কমলনগর থানার তদন্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, হাজিরহাট বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সাংবাদিক ওয়াজি উল্লাহ জুয়েল, আরিফুল ইসলাম তারেকসহ অর্ধশতাধিক ঔষধ ব্যবসায়ী।
এসময় বক্তারা নতুন কমিটি গঠন ও সমিতির সদস্য এবং স্থানীয় ঔষধ ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার তাগিদ দেন।
93Share