লক্ষ্মীপুর জেলা শহরস্থ কমলনগর সোসাইটির আয়োজনে ইফতার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন, হাজিরহাট হামেদিয়া সিনিয়র কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী।
সমিতির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট সৈয়দ শামসুল আলম, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেছবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপকূল সরকারি কলেজের প্রিন্সিপাল জাকির হোসেন, শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার নুরুল ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লক্ষ্মীপুর শাখার ম্যানেজার সানাউল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে লক্ষ্মীপুরে বসবাসরত কমলনগরের বিশিষ্ট সুধীজন, ব্যবসায়ী, শিক্ষক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন হাজিরহাট হামেদিয়া সিনিয়র কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যায়েদ হোসাইন ফারুকী।
61Share