উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাথে ভোলা জেলার আরো একটি লঞ্চ সার্ভিস শুরু হতে যাচ্ছে। চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কমলনগর উপজেলার মাতব্বরহাট লঞ্চ ঘাট থেকে এ সার্ভিসটি উদ্বোধনের জন্য প্রস্তুতি নিচ্ছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। শুক্রবার (২৯ নভেম্বর) মাতব্বরহাট লঞ্চ ঘাটের ইজারাদার আবদুল মজিদ পলোয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল মজিদ পলোয়ান জানান, মাতব্বরহাট লঞ্চ ঘাটের সাথে আগামি ডিসেম্বর প্রথম সপ্তাহ থেকে ভোলার দৌলতখান লঞ্চ ঘাট এবং ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি লঞ্চ ঘাটে লঞ্চ চলাচলা শুরু হবে। তবে দৈনিক কতটি লঞ্চ কোন ঘাটে আসা যাওয়া করবে তা উদ্বোধনের পরপরই জানা যাবে বলে জানান তিনি।
জানা যায়, সরেজমিন পরিদর্শন শেষে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ(বিআইডব্লিউটিএ) গত সেপ্টেম্বর মাসে কমলনগর উপজেলার মাতাব্বরহাট লঞ্চ ঘাটটি অনুমোদন দেয় (স্মারক নং ১৮.৭৩২.০৪৫.০৬.০৭.২০১৩(অপা:)/৭২)। এরপর নতুন ঘাটে প্লটুনসহ প্রয়োজনীয় অবকাঠামো নিমার্ণের উদ্যোগ নিয়েছে (বিআইডব্লিউটিএ)। তবে গত ১ অক্টোবর তারিখে ওই ঘাটে সাইনবোর্ড স্থাপন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার সাথে লক্ষ্মীপুরের ব্যাপক নৌ-চলাচলের জন্য কমলনগরের মাতব্বরহাট ঘাটসহ বর্তমানে তিনটি লঞ্চ ঘাট স্থাপিত হলো। অপর লঞ্চ ঘাট গুলো হলো সদর উপজেলার মজুচৌধুরীরহাট, রামগতির চর আলেকজান্ডার ঘাট। অন্যদিকে মতিরহাটের সাথে ভোলার ইলিশা এবং ঢাকায় যাতায়াতের জন্য আরো একটি লঞ্চ ঘাট অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।
0Share