সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
রামগতি-কমলনগরের চিকিৎসকদের পিপিই দিলেন এমপি মান্নান

রামগতি-কমলনগরের চিকিৎসকদের পিপিই দিলেন এমপি মান্নান

রামগতি-কমলনগরের চিকিৎসকদের পিপিই দিলেন এমপি মান্নান

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে করোনা সুরক্ষায় চিকিৎসকদের জন্য পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছেন বিকল্পধারার মহাসচিব লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলগর) আসনের সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান।

এছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যেও হ্যান্ড স্যানিটাইজার ও মাক্স বিরতণ করা হয়েছে। গত কয়কদিন থেকে এমপির ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও কর্মহীন দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি প্রতিনিধি নুরুল আমিন মাস্টার এবং উপজেলা বিকল্পধারার সাধারণ সম্পাদক ছিদ্দিক মিয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেনের নিকট পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব সুরক্ষা সামগ্রী কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আবছার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কাছে হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগরসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিকল্পধারার নেতাকর্মীরা। একই সময় রামগতিতে পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে। কমলনগর উপজেলা বিকল্প ধারার সাধারণ সম্পাদক ছিদ্দিক মিয়া বলেন, মহামারি করোনা ভাইরাসের বিপজ্জনক এই মুহূর্তে স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান রামগতি ও কমলনগরের মানুষের পাশে দাঁড়িয়েছেন।

দুই উপজেলায় ৩০টন খাদ্যসামগ্রী, ২হাজার স্যানিটাইজার, ৫হাজার মাস্ক, ১০০ পিস পিপিই দিয়েছেন। খাদ্যসহ অন্যান্য জরুরি সামগ্রী দেওয়া অব্যাহত থাকবে বলে জানান তিনি। স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান বলেন. এই সংকট মুহূর্তে আমি রামগতি-কমলনগরের মানুষের পাশে আছি, থাকবো। মনে রাখবেন আল্লাহ আমাদের সাথে আছেন। এসময় করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর নিদের্শনা মেনে চলার জন্য সকলকে আহ্বান জানান এমপি।

রামগতি সংবাদ আরও সংবাদ

গরমের শুরুতে রামগতিতে ভয়াবহ লোডশেডিং, ভোগান্তিতে উপকূলের গ্রাহক

রামগতিতে শিক্ষার্থীদের মাঝে কোডেকের স্কুল ব্যাগ বিতরণ

রামগতিতে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষতি

মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামী মঞ্জু গ্রেপ্তার

জাটকা নিধন বন্ধে মেঘনায় নৌ র‌্যালি

রামগতিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com