নিজস্ব প্রতিবেদক: কমলনগর উপজেলার ভূলুয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। বুধবার (১ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে ভূলুয়া নদীর মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এবং লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশং এ উদ্যোগ নেয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এএসপি/সার্কেল) মোহাম্মদ নাসিম মিয়া, সহকারী পুলিশ সুপার (এএসপি/সদর) জুনায়েত কাউসার, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ, জেলা কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক জিয়াউল হুদা আপলু ও সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ।
পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান উপস্থিত সাংবাদিকদের বলেন, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুর পুলিশের উদ্যোগে জেলার ৬টি থানার মুক্তজলাশয়ে ১ লাখ ৫০ হাজার মাছের পোনা অবমুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ কাজ সফল করার জন্য জেলাবাসীর সাহায্য প্রয়োজন।
পরে, কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে কমলনগর থানা প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার একেএম নুরুল আমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, হাজিরহাট ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোছাইন ফারুকী,হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, চর ফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো.ইকবাল হোসেন।
0Share