সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
কমলনগরে দুস্থ নারী শ্রমিকদের কয়েক লাখ টাকা আত্মসাত

কমলনগরে দুস্থ নারী শ্রমিকদের কয়েক লাখ টাকা আত্মসাত

কমলনগরে দুস্থ নারী শ্রমিকদের কয়েক লাখ টাকা আত্মসাত

নিজস্ব প্রতিবেদক:কমলনগরে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ঝুঁকি মোকাবেলায় – ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রজেক্ট (সিসিএপি) প্রকল্পের দুস্থ নারী শ্রমিকদের কয়েক টাকা আত্মসাতে অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত নির্মাণ শ্রমিকরা জড়িত কর্মকতাদের ওপর হামলার চেষ্টা ও লাঞ্ছিত করে। গত এক সপ্তাহ ধরে কমলনগর

উপজেলার এলজিইডি কার্যালয়ে এ সব ঘটনা ঘটছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের প্রাপ্য মজুরী নিতে এসে ফিরে গেছেন। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে শ্রমিকরা কর্মকর্তাদের ওপর হামলার চেষ্টা ও লাঞ্ছিত করে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

ঈদের আগেই আত্মসাতকৃত মজুরীর টাকা পাওয়ার দাবি করছেন দুস্থ নারী শ্রমিকরা। তবে ন্যায্য মজুরী না পেলে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন অনেকেই।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সহনশীল, পরিবহন নেটওয়ার্ক উন্নয়ন, কর্মসংস্থান, জীবনমান উন্নয়ন ও দুস্থ নারীদের ক্ষমতায়নে কমলনগর উপজেলার ৪টি ইউনিয়নে কাজ করছে ডানিডা। বাস্তবায়নে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ২০১৪-১৫ অর্থ বছরে উপজেলার চর লরেন্স, তোরাবগঞ্জ, চর ফলকন ও পাটারিরহাট ইউনিয়নে আরপিএ খাতে ১ কোটি ১৬ লাখ ১৭ হাজার ২১৯ টাকা এবং জিওবি খাতে ৩৮ লাখ ৪৫ হাজার ৯০০টাকা বরাদ্দ হয়।

বরাদ্দকৃত অর্থে মাটির রাস্তা উন্নয়ন, খাল খনন ও কালভার্ট নির্মাণ করা হয়। নির্মাণে প্রত্যেক দলে ৪০ জন করে দুস্থ নারী নিয়ে (এলসিএস কমিটি) গঠন করা হয়। নিয়ম অনুযায়ী প্রত্যেক দলের সভাপতি ও সেক্রেটারির (দল নেতাদের) নামে যৌথ ব্যাংক হিসাব খোলা হয়। কাজ শেষে বরাদ্দকৃত টাকা দলনেতারা উত্তোলন করে শ্রমিকদের মাঝে যথাযথভাবে বন্টন করার নিয়ম থাকলেও হয়েছে উল্টো।

প্রকল্পের কর্মকর্তা এলসিএস অফিসার- মমতাজ বেগম দুস্থ নারীদের কাছ থেকে কৌশলে চেকে স্বাক্ষর নিয়ে নেন। পরে নিজেরাই (কর্মকর্তারা) ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন। উত্তোলিত টাকা শ্রমিকদের মাঝে যথাযথ নিয়মে না দিয়ে মনমত বন্টন করে, বাকি মোটা অংকের টাকা নিজদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়। এ নিয়েই শ্রমিকদের মাঝে উত্তেজনা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার তোরাবগঞ্জ ইউয়িনে দুস্থ নারী শ্রমিকরা সেলিম সড়কে প্রায় পৌনে ৪ কিলোমিটার রাস্তা নির্মাণ করে। যার বরাদ্দ ৩২ লাখ ১৪ হাজার টাকা। কাজ শেষে এসব টাকা দুস্থ নারীরা পাওয়ার কথা থাকলেও তাদের যথাযথ ভাবে পরিশোধ করা হয়নি।

একইভাবে চর লরেন্স আমানিয়া সড়ক, ফলকন হাইস্কুল সড়ক ও ইসলামগঞ্জ হাই স্কুল সড়কসহ বিভিন্ন প্রকল্পের কাজ এ অনিয়মের মধ্যদিয়ে সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সেলিম সড়কের নির্মান শ্রমিক আলেয়া বেগম জানান, রাস্তা নির্মাণে তিনি ১০১ দিন কাজ করেছেন। মুজুরী ৩০ হাজার ৩শ’ টাকা পাওয়ার কথা থাকলেও তাকে দেয়া হয়েছে মাত্র ১৭ হাজার ১০ টাকা।

৪০ জন দুস্থ নারীর দলনেতা এলসিএস কমিটির সেক্রেটারি রেশমা বেগম বলেন, শ্রমিকদের প্রতিদিন মজুরী ৩শ’ টাকার করে পাওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ২শ’ টাকা করে। আমাদের বাকি টাকা আতœসাত করে নিয়েছে।

এলসিএস কমিটির সভাপতি নয়ন বেগম বলেন, কৌশলে আমাদের কাছ থেকে ব্যাংক চেকে স্বাক্ষর নিয়ে টাকা উত্তোলেন করে নেয়। তবে আমাদের ন্যায্য পাওনা পরিশোধ করেনি। ঈদের আগে আমরা আতœসাত হওয়া টাকা ফেরত চাই।

প্রকল্পের এলসিএস অফিসার মমতাজ বেগম বলেন, শ্রমিকদের কাছ থেকে টাকা চুরি-ছিনতাই হয়ে যাওয়ার ভয়ে আমরা টাকা উত্তোলন করেছি। টাকা আতœসাতের ব্যাপারে জানতে চাইলে তিনি সদোত্তর না দিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

কমলনগর উপজেলা প্রকৌশলী ও প্রকল্পের আয়ন-ব্যায়ন কর্মকর্তা ফাখরুছ সাত্তার চৌধুরী বলেন, এলজিইডি এ প্রকল্প বাস্তবায়ন করে, তবে প্রকল্পের এলসিএস অফিসার সব কিছু পরিচালনা করেন। হিসাবপত্র দেখেছি; সব ঠিক আছে।

প্রসঙ্গত, প্রাকৃতিক দুর্যোগের কারণে উপকূলীয় অঞ্চলের জানমাল ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ অবস্থায় দেশের উপকূলীয় ১৯টি জেলার জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে। এরই অংশ হিসাবে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির তীব্রতা, বন্যা প্রবণতা ও এবং দরিদ্রতা বিবেচনা করে উপকূলীয় ৫ জেলার ১০ উপজেলাকে এ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। ক্লাইমেট চেঞ্জ এডাপটেশন প্রজেক্ট (সিসিএপি) শীর্ষক এ প্রকল্পের অধীনে রয়েছে পটুয়াখারী জেলার রাঙ্গাবালী ও কলাপাড়া, বরগুনা জেলার আমতলী ও তালতলী, বরিশালের বাকেরগঞ্জ ও সদর উপজেলা, নোয়াখালী জেলার হাতিয়া ও সুবর্ণচর এবং লক্ষ্মপুরের রামগতি ও কমলনগর উপজেলা।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরের ২ ইউনিয়নে উদার প্রার্থীর ছড়াছড়ি, স্বামী-স্ত্রী, ভাই-ভাই প্রার্থী

কমলনগরে প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করলো কুইন কম্পিউটার

কমলনগরে পেইড পিয়ার ভলান্টিয়ার কর্মীদের দাবিতে মানববন্ধন

কমলনগরে দিনরাতে প্রায় ২০ ঘন্টা লোডশেডিং

কমলনগর প্রেসক্লাবের নতুন কমিটির  সভাপতি মিঠু, সম্পাদক মুসা

মানুষের সেবায় কাজ করছে “যুব কাফেলা ফাউন্ডেশন”

লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ে অনলাইন নিউজপোর্টাল প্রকাশনার নিবন্ধনের জন্য আবেদনকৃত, তারিখ: 9/12/2015  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2024
Editor & Publisher: Sana Ullah Sanu
Ratan Plaza(3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com