নিজস্ব প্রতিনিধি: কমলনগরে পুকুরে পায়খানা করার মিথ্যা অভিযোগ এনে মো. শিপন (৯) নামে এক শিশুকে নির্মামভাবে নির্যাতন করা হয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৬আগস্ট) বিকালে শিশুর চাচা মো. হাসান বাদী হয়ে চার জনকে আসামী করে
কমলনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী মো. দিদার হোসেনকে (২১) গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত শিশু শিপন কমলনগর উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চর জগবন্ধু গ্রামের আবুল কালামের ছেলে। গ্রেফতার হওয়া দিদার একই গ্রামের মৃত বশির উল্যার ছেলে।
পুলিশ ও শিশুর চাচা মো. হাসান জানান, গত ২৭ জুলাই (সোমবার) বিকালে তার ভাতিজা শিপনের বিরুদ্ধে পুকুরে পায়খানা করার মিথ্যা অভিযোগ আনে গ্রেফতারকৃত দিদার। বাকবিতন্ডার এক পর্যায়ে দিদার ও তার ভাইসহ ৪ জন পিশনকে ইট দিয়ে আঘাত করে মারাত্মক আহত করে।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে চিকিসকদের পরমর্শে তাকে নোয়াখালি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি ঘটলে পরের দিন ২৮ জুলাই (মঙ্গলবার) তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্ক জনক।
কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম চৌধুরী জানান, অভিযোগ পেয়ে মামলার প্রধান আসামী দিদার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ বলেন, এ ঘটনা থানায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে প্রধান আমাসীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামী দিদারের ভাই মুরাদ হোসেন (২৬), তার আত্মীয় আবদুর রব (৩৬) ও মিনারা বেগমকে (৩০) গ্রেফতারে চেষ্টা চলছে।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ (এএসপি) মো. জুনায়েত কাউসার বলেন, শিশু নির্যাতনের বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত চলছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
0Share