এমন অবস্থা দেখলে যে কেউ বলবে এটি কোন খাল কিংবা পুকুরের দৃশ্য। কিন্তু কে বলবে এটি যে লক্ষ্মীপুর-নোয়াখালীর একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। লক্ষ্মীপুর ও নোয়াখালীর সাথে অন্যতম এ সড়কটির এমন বেহাল দশা রীতিমত মানুষকে বাকরুদ্ধ করে।
লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স বাজার থেকে ফজুমিয়ারহাট পর্যন্ত এ সড়কটি এখন বড় বড় গর্তে ক্ষত-বিক্ষত। অভ্যন্তরীণভাবে এ সড়কটি দিয়ে প্রতিনিয়তই অনেক গুরুত্বপূর্ণ যানবাহন চলাচল করে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছটফট ছটফট করতে থাকা রোগী বহনকারী এম্বুলেন্স ছাড়াও বাস-ট্রাক, মাইক্রোবাস, পিকআপ, সিএনজির মতো বহু ধরণের যান চলাচল করে এ রুট দিয়ে।
কিন্তু তবুও বছরের পর বছর ঘুরলেও সড়কটির ভাগ্য বদল হয়নি। সড়কটির সবচেয়ে খারাপ অবস্থা চর লরেন্স পূর্ব বাজার এবং বাজারের কেন্দ্রীয় মসজিদটির সামনে। যা কারণে বাজারের ব্যবসায়ীরা ছাড়াও মসজিদে আসা হাজার হাজার মুসল্লিকে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিষয়টি যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির বাইরে। যার কারণে বড় রকমের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। অন্যদিকে বাজারের আশপাশে রয়েছে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। কোমলমতি শিশু শিক্ষার্থীদের বাড়তি ঝামেলায় পড়তে হয় অভিভাবকদের। অনেক শিক্ষার্থীর জামা-কাপড়ে রাস্তা থেকে ময়লা ছিটকে পড়ে দাগ লেগে যায়। এতে করে পড়াশোনাও মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
0Share