রামগতি: রামগতিতে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে খেলোয়াড় ও দর্শকসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে বালুচর উচ্চ বিদ্যালয় ও রামদয়াল আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা চলাকালে উভয়পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো, আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড় শুভ (১৩), মিলন (১৪), পিন্টু (১৫), আবির (১৫), বালুচর উচ্চ বিদ্যালয়ের দর্শক রিফাত (২০), ওছমান (১৬) ও মেরু (১৫)। অন্যদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ মাঠে বালুচর উচ্চবিদ্যালয় ও রামদয়াল আজিজিয়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। খেলার শেষ মূহুর্তে কথা কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের খেলোয়াড় ও দর্শকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এদিকে, সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে রামদয়াল এলাকায় লোকজন ও রামদয়াল উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা গাছের গুঁড়ি ফেলে সন্ধ্যা ৬টা থেকে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সড়ক অবরোধ তুলে নেওয়ার চেষ্টা করছে।
0Share