এমএ এহসান রিয়াজ | ভাইয়ের প্রতিদ্বন্দ্বি ভাই, স্বামীর প্রতিদ্বন্দ্বি স্ত্রী সহ অসংখ্য উদার (ডামি) প্রার্থীর খবর পাওয়া গেছে, লক্ষ্মীপুরের কমলনগরে চলছে চর লরেন্স ও চর কাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন।
নির্বাচনে প্রার্থীর বিরুদ্ধে ভোটের মাঠে প্রার্থী হিসেবে থাকছেন স্বজনরা। তবে মাঠে নিজের প্রার্থীতা গোপন করে ভোট করছেন অন্য প্রার্থীর হয়ে। দুই ইউনিয়নেই রয়েছে এমন ৬জন উদার প্রার্থী।
নিজ প্রতীকে ভোট না চেয়ে অন্য প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করছেন তারা। সভা-সমাবেশেও অংশগ্রহণ করে ভোট চাচ্ছেন অন্য প্রার্থীর জন্য। পোস্টারও দেখা যায়নি তাদের।
এ বিষয়ে প্রার্থীদের সাথে কথা বললে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া, ভোটের মাঠে বাড়তি সুবিধা ও প্রভাব বিস্তার এবং নির্বাচনের দিন ভোট কেন্দ্রে এজেন্ট হিসেবে বাড়তি সুবিধার জন্যই ডামি প্রার্থী করেছেন বলে অভিযোগ একক প্রার্থীদের।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, চর লরেন্স ও চর কাদিরা ইউনিয়ন পরিষদে শুধু চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি পদে ২ ইউপির
মধ্যে চর লরেন্স ইউপিতে ১৫ ও চর কাদিরা ইউপিতে ৮ প্রার্থীকে বৃহস্পতিবার (১১জুলাই) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
স্থানীয় ভাবে জানা যায়, প্রতীক বরাদ্দের পর চলছে প্রার্থীদের প্রচার প্রচারণা। পোস্টার ও প্রচার প্রচারণায় সকল প্রার্থীর প্রতীক দেখা না গেলেও ভোটের মাঠে দেখা গেছে সকল প্রার্থীকে।
চর কাদিরা ইউনিয়নে মোঃ নুরুল্লাহ এর ডামি হিসেবে আছেন ভাই ফায়েজুল্লাহ। আশরাফ উদ্দিন রাজনের ডামি হিসেবে আছেন তার চাচতো ভাই আঃ রহিম। মো ইব্রাহিম বাবুলের ডামি হিসেবে আছেন তার ভাই মোঃ বাহার।
চর লরেন্স ইউনিয়নে মো: বাবুল মিয়া এর ডামি হিসেবে মাঠে রয়েছেন তার স্বজন মোঃ হারুন ও আবদুর রহমান রাসেল। মোশাররফ হোসেন খোকন এর ডামি হিসেবে মাঠে আছেন স্ত্রী ফরিদা ইয়াসমিন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ জায়েদুল হোসেন চৌধুরী বলেন, দুই ইউপিতে ২৩ জন প্রার্থীকে প্রতীক দেওয়া হয়েছে।
দু’ইউনিয়নের জন্য দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে, নির্বাচনের পরিবেশ নষ্ট করলে বিধি অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
স্থানীয় ভাবে জানা গেছে, চর কাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ এবং চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে ওই পদটি শুন্য ঘোষণা করা হয়।
গত ২৭ জুন দুই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
0Share