কমলনগর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে ক্বারী মাওলানা সানা উল্যাহ (৪০) নামের এক ইমামের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১ টায় উপজেলার চরজাঙ্গালীয়া গ্রামের আন্দারঘর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় হায়দর আলী জামে মসজিদের ইমাম এবং ওই গ্রামের মৃত আবু নূর মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় হাজিরহাট ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আবুল বাছেত হেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
0Share