নিজেস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:
লক্ষ্মীপুরের কমলনগরে ”ভুয়া দলিলে ২৯ একর জমি দখলে নিলেন ভগ্নিপতি” প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভগ্নিপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিগত ১০সেপ্টেম্বর ২৫’ ইং তারিখে উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের মাকছুদুর রহমান তাঁরই ভগ্নিপতি একই গ্রামের হাজী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ভুয়া দলিলে ভূমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন।সংবাদ পরিবেশনে অসত্য বিভ্রান্তিকর তথ্যেের সন্নিবেশ ঘটিয়ে অপপ্রচার ও মানহানি করে বক্তব্য উপস্থাপন করা হয়েছে মর্মে অভিযোগ করে পাল্টা সংবাদ সম্মেলন করেন ভগ্নিপতি মো: জাহাঙ্গীর আলম বড়বোন সালমা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কমলনগর প্রোসক্লাব মিলনায়তনে জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী সালমা আক্তার উপস্থিত হয়ে এ সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন ” আমার বিরুদ্ধে মাকছুদুর রহমান ২৯ একর জমি দখলের অভিযোগ করে ইতোপূর্বে যে সংবাদ সম্মেলন ও সংবাদ পরিবেশন করান তাহা সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও কাল্পনিক”। তিনি বলেন ” কখনো আমার এই পরিমাণ সম্পত্তি ছিলনা এবং এখনো নাই। প্রচারিত সংবাদে মাকছুদ অভিযোগ করেন, আমি নাকি তার বড় ভাইয়ের শ্বশুর মোহাম্মদ উল্যা,জনৈক সফিক উল্লাহ ও রামগতি-কমলনগর আসনের সাবেক সাংসদ মেজর (অব:) আবদুল মান্নানের সাথে আঁতাত করে আমি তাঁর বাবার জায়গা জমি রেকর্ড করে নিই। যাহা সর্বৈব অসত্য, নির্জলা মিথ্যাচার, বানোয়াট ও কাল্পনিক। বরং উক্ত সফিক উল্যাহ ও সাবেক সাংসদ মেজর (অব:) আবদুল মান্নান বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করে আসছিল।
তিনি আরও অভিযোগ করে বলেন, সে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বললে আমি থানায় অভিযোগ দায়ের করি। প্রকৃত ঘটনা হলো, উক্ত মাকছুদুর রহমান নেশাগ্রস্ত। সে মাদকাসক্ত হয়ে গত ০৭ আগস্ট ২০২৫ ইং তারিখ সকালে দেশীয় অস্ত্র নিয়ে আমার অনুপস্থিতিতে আমার বসত ঘরে এসে ঘরের জিনিস পত্র ভাঙচুর করেন। এবং আতংক সৃষ্টি করে এবং হত্যা হুমকি দেন।। পরবর্তীতে আমি উক্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করি। পরে সে ঘটনা স্বীকার করে থানায় মুচলেকা দিয়ে ছাড়া পায়। বর্তমানে মাকছুদুর রহমান দক্ষিণ চর কাদিরা মৌজায় তার বড় বোন ছালমা বেগম ও আমার মালিকীয় ৪৮ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয় এবং ছালমা বেগমের আরও ৮.০০ একর জমি দখল করার পাঁয়তারা করলে আমি কমলনগর থানায় ০১সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখে একটি অভিযোগ দায়ের করলে মাকছুদুর রহমান ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে কমলনগর প্রেসক্লাবে মিথ্যা তথ্য প্রদান করে উক্ত সংবাদ সম্মেলন করে। আমি উক্ত অসত্য,বিভ্রান্তিকর, প্রতারনামূলক তথ্য দিয়ে করানো সংবাদ সম্মেলনের ফলে প্রচারিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”



 
																 
																																					
																		 
																	 
0Share