সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

কমলনগরে জেলেদের দেড় মে.টন চালে পচন

সংবাদদাতা ।  লক্ষ্মীপুরের কমলনগরে মানুষের জীবিকার তাগিদের প্রধান খাদ্য ‘চাল’ অখাদ্যে পরিণত হয়েছে।  দরিদ্র ও জেলে মানুষের চালের গুণগত মান বিক্রিত হয়ে পড়ে দুর্গন্ধ ও খাবার অনুপযোগী।  এ দায় কার? এমন প্রশ্ন জনমনে। পচে যাওয়া চাল এখনও ভালো রয়েছে  বলে দাবি সাহেবেরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শকিলের।

স্থানীয়রা জানান, চলতি বছরের অক্টোবর মাসের ভিজিডি ও জেলেদের পুনর্বাসনের চাল  (ভিজিএফ) প্রায় ৪০ থেকে ৫০  বস্তা প্রায় দেড় মে.টন চালে পচে  দুর্গন্ধ ছড়াচ্ছে।  ফলে উপকার ভোগীরা চাল গ্রহণে অস্বীকৃতি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত পঁচা ও খাবার অনুপযোগী চাল নভেম্বর মাসের ভিজিডি নতুন চালে সাথে মিশিয়ে দেয়ার পরিকল্পনা করে।

এটা নিয়েও পরিষদের পক্ষ-বিপক্ষের লোকের মধ্যে চলছে তুলকান্ড। ভুক্তভোগীরা জানান, খাদ্যগুদাম থেকে ভালো চাল রিসিভ করে আমাদের পচা চাল দিচ্ছে। তারা প্রতিটি সুফল ভোগীর বিভিন্ন খুঁটিনাটি ভুল ধরে।  এলাকার সহজ সরল মানুষ সঠিক উত্তর না দিতে পারলে  এ চাল রাতে তারা বিভিন্ন ভাবে মিলে মিশে  ভাগভাটোয়ারা করে নেয়। চালে যখন পোকাসহ খাবার অনুপযোগী তখন সুফল ভোগীদের নামে ফোন করে। এ চালতো এখন কেউ নিবে না।

তারা ক্ষোভ প্রকাশ করে  বলেন, এ দায় প্রশাসকসহ তার আশপাশের লোকের। সাহেবেরহাট ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা আইসিটি অফিসার মো. শাকিল জানান,  জেলে ও ভিজিডির প্রকৃত কার্ডধারীদের না পেয়ে চালগুলো পরিষদে জমা। চালের গুণগত মান কিছুটা নষ্ট হয়েছে। কেউ না নিলে আমরা প্রসেসিং করে খাদ্যগুদামে জমা দিবো।

কমলনগর সংবাদ আরও সংবাদ

কমলনগরে ভূমি অফিসের জারিকারকের অর্থ আদায়ের অভিযোগ

কমলনগরে ভুয়া দলিল ও দখল মিথ্যা দাবী করে পাল্টা সংবাদ সম্মেলন ভগ্নিপতির

লক্ষ্মীপুরে শিক্ষাবিদ মাহমুদ উল্লাহর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কমলনগরে ভগ্নিপতির বিরুদ্ধে ভুয়া দলিল ও জমি দখলে অভিযোগে সংবাদ সম্মেলন ‎

অধ্যক্ষের বিরুদ্ধে বই বিক্রির অভিযোগটি মিথ্যা বলে দাবী, চাইলেন বিচার

ঢাকাস্থ কমলনগর ফোরামের সভাপতি ড. মাকসুদুর, সম্পাদক ফয়সাল

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2025
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com