সানা উল্লাহ সানু: নির্বাচন কমিশন (ইসি) চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৩টি উপজেলার নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুসারে এসব উপজেলায় ভোটগ্রহণ হবে ১৫ মার্চ।
তৃতীয় ধাপে ৮৩ উপজেলার সাথে লক্ষ্মীপুরের শুধুমাত্র কমলনগর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।এই নির্বাচন কমলনগর উপজেলার দ্বিতীয় নির্বাচন।২০০৯ সালের ২২ জানুয়ারি একযোগে দেশের সব উপজেলার সাথে কমলনগর উপজেলার প্রথম নির্বাচন হয়েছিল।
তৃতীয় ধাপে ৮৩টি উপজেলার নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ১৭ ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ২৪ ফেব্রুয়ারি। প্রথম দফার ৯৮টি উপজেলার মধ্যে ১৯ ফেব্রুয়ারি দেশের ৯৭টি ও ২৪ ফেব্রুয়ারি আরেকটি উপজেলা পীরগঞ্জে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলার মধ্যে ২৭ ফেব্রুয়ারি ১১৬টিতে ভোটগ্রহণ হবে।
চতুর্থ ও পঞ্চম দফার তফসিলও এ মাসেই ঘোষণার কথা রয়েছ। ইতোমধ্যে চতুর্থ দফার ভোট ২৫ মার্চ ও পঞ্চম দফার ভোট ৩১ মার্চ করার পরিকল্পনা নিয়েছে কমিশন। আর সর্বশেষ ষষ্ঠ ধাপে ভোট হতে পারে ৩ মে।
0Share