সানা উল্লাহ সানু: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে দেশের ৮৩টি উপজেলার সাথে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাচন ১৫ র্মাচ অনুষ্ঠিত হবে। ফলে উপজেলা ব্যাপী এখন নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে। উপজেলা নির্বাচন নিয়ে ১৯ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে এক ধরনের উদ্বেগ ও উৎকণ্ঠা কাজ করছে। কারণ দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিভিন্ন ঘটনায় এ জোটের কয়েক হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক গুলো মামলা করা হয়েছিল। এর আগেও রয়েছে বহু মামলা। মামলার গ্রেপ্তার এড়াতে অনেক নেতাকর্মী এখনও গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এসব কিছু মাথায় রেখেই নির্বাচনী মাঠে নেমে পড়েছেন বিএনপি ও জামায়াত। পাশাপাশি মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরাও। ইতোমধ্যে বিএনপি ও আওয়ামী লীগের একাধিক প্রার্থী নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। ফলে উৎসবমুখর আমেজে জমতে শুরু করেছে নির্বাচনী প্রচারণা। হাটে-মাঠে, পথে প্রান্তরে আর হোটেল রেস্তোরাঁয় চলছে প্রার্থীদের পক্ষে-বিপক্ষে তর্ক-বির্তকের ঝড়। প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে দিচ্ছেন নানা উন্নয়ন ও সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। কমলনগর উপজেলার ৯টি ইউনিয়নের মোট ভোটার ১ লাখ ২৪ হাজার ২শ’ ৫৭ জন। যার মধ্যে পুরুষ ৬২ হাজার ১শ’ ৭০ ও মহিলা ভোটার ৬২ হাজার ৮৭ জন। ইতোমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান পদে গণসংযোগ শুরু করেছেন বর্তমান চেয়ারম্যান আবুল বারাকাত দুলাল, জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, লরেঞ্চ ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোশারেফ হোসেন খোকন,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু,চরকাদিরা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজু,জাসদ নেতা অধ্যক্ষ আবদুল মোত্তালেব, উপজেলা জামায়াতের আমির মাওলানা হুমায়ুন কবির। অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ,বর্তমান ভাইস চেয়ারম্যান নুরনবী চৌধুরী,আলা উদ্দিন সবুজ,হাজী মনিরুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হোছনেয়ার বাশার,আওয়ামীলীগ নেতৃ সাবিহা সুলতানা বানী,জান্নাতুল ফেরদাউস রাখী গণসংযোগ করছেন।
0Share