কমলনগর: কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ও চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে তোরাবগঞ্জ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মহি উদ্দিন আহমেদ সেলিমের বড় ছেলে ফয়সল আহমেদ রতন এবং চরমার্টিন ইউনিয়নে ডাঃ আলী আহাম্মদ বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ শেখ ফরিদ এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, তোরাবগঞ্জ ইউনিয়নে ফয়সল আহমেদ রতন (দোয়াত-কলম) ৩ হাজার ৮৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবদুজ্জাহের (তালা) পেয়েছেন ২ হাজার ৫২১ ভোট।অপরদিকে, চরমার্টিন ইউনিয়নে ডাঃ আলী আহাম্মদ (আনারস) ৪ হাজার ৪০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউছুফ আলী (কাপ-পিরিচ) পেয়েছেন ৩ হাজার ৫৭২ ভোট।
প্রসঙ্গত, গত ১ জুলাই তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে এবং ১২ জুলাই চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুরশিদ আলম ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় পদ দু’টি শূন্য হয়।
0Share